পুলিশের কেউ চাঁদাবাজি করলে ব্যবস্থা : আইজিপি

পুলিশের কেউ চাঁদাবাজি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বেনজীর আহমেদ বলেন, পেশী শক্তি নয়, আইন প্রয়োগের মাধ্যমে সমাজের পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণকে সেবা দেয়া যায়। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে পুলিশ প্রধান আরও বলেন, পুলিশের মধ্যে মাদকসেবী থাকলে তাকে বাহিনী থেকে বের করে দেয়া হচ্ছে। পুলিশের সব পর্যায়ের কর্মকর্তাদের ডোপ টেস্ট করা হচ্ছে।

এ সময় গত বছরের মত এ বছরও সরকারের নির্দেশনায় ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলার কথা বলেন আইজিপি।

 

টাইমস/ এসজে/এসএন

Share this news on: