খোকনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আহ্বান তাপসের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে করা দুটি মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (১২ জানুয়ারি) সাকরাঈন উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের মেয়র এ আহ্বান জানান।

তিনি বলেন, দেশের মানুষ বিষয়টাকে হাস্যকর হিসেবে নিচ্ছে। একটি দায়িত্বশীল পদে থাকলে অনেকেই অনেক কথা বলে। সব বক্তব্যের জবাব দেয়া সমীচীন মনে করেন না তিনি।

তার বিরুদ্ধে যে দুটি মামলা হয়েছে, তার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলেও জানান মেয়র তাপস। তিনি দ্রুত এই মামলা প্রত্যাহারের অনুরোধ করেন।

এর আগে সোমবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে ‘মানহানিকর বক্তব্য’ দেওয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের নামে পৃথক দুটি মামলা করা হয়। একটি মামলার বাদী কাজী আনিসুর রহমান, অপর মামলার বাদী অ্যাডভোকেট মো. সারওয়ার আলম।

 

টাইমস/এসজে

 

Share this news on: