দুর্ঘটনায় ১২ যাত্রী নিহত : ঝিনাইদহে সেই ট্রাকচালক গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ যাত্রী নিহতের ঘটনায় ট্রাকচালক রনি গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যশোর সার্কেলের সহকারি পুলিশ সুপার আলী আহম্মেদ হাশমী জানান, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে রনিকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। রনি গাজীর দেয়া তথ্য অনুযায়ী ঝিনাইদহের কালীগঞ্জের টার্মিনাল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি বিকেলে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার সংলগ্ন ঝিনাইদহ-যশোর সড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৬ জন ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থবর্ষের চুড়ান্ত পরীক্ষাথী।

ওই ঘটনায় বারোবাজার হাইওয়ে থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় রনি গাজীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

টাইমস/এফএ/এসএন

Share this news on: