অন্য দেশ থেকেও ভ্যাকসিন আনা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কেটে গেছে। দেশের সবাইকে ভ্যাকসিনের আওতায় আনতে ভারতের পাশাপাশি অন্য দেশ থেকেও ভ্যাকসিন আনা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ক্যানসার চিকিৎসায় দেশের চিকিৎসকদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের চিকিৎসা তথা স্বাস্থ্যখাতে বিশ্বস্ত বেসরকারি উদ্যোক্তা কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেড। মানবপ্রেমী দানবীর রনদা প্রসাদের হাতে গড়া এই ট্রাস্ট মেডিকেল শিক্ষার পাশাপাশি এবার তাদের সেবার খাত সম্প্রসারিত করছে।

জানা গেছে, নারায়ণগঞ্জে গড়ে তোলা হচ্ছে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যানসার রিসার্চ-কিমস কেয়ার। এটি হবে স্বাস্থ্য বিজ্ঞানের উচ্চতর গবেষণায় আধুনিক প্রতিষ্ঠান। যেখানে থাকবে ৩০০ শয্যার জেনারেল হাসপাতাল এবং ৫০ শয্যার ক্যানসার হাসপাতাল। প্রতি বছর এ প্রতিষ্ঠান থেকে সেবা পাবেন আনুমানিক ৭ লাখ মানুষ।

 

টাইমস/এসএন

Share this news on: