বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে সৌদি নারীর ফাঁসি

বাংলাদেশি গৃহকর্মীকে হত্যার দায়ে সৌদি আরবে এক গৃহকর্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আয়েশা আল জিজানী। খুন হওয়া বাংলাদেশি গৃহকর্মীর নাম আবিরন বেগম। তার বাড়ি খুলনায়।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদের ক্রিমিনাল কোর্ট এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত ছিলেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব মো. সফিকুল ইসলাম ও আইন সহায়তাকারী সোহেল আহমেদ।

এছাড়া মামলার রায়ে দণ্ডপ্রাপ্ত গৃহকত্রীর স্বামী বাসেম সালেমকে ৫০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে। হত্যাকাণ্ডের আলামত ধ্বংসের অভিযোগে তাকে এই জরিমানা করা হয়। এছাড়া আবিরন বেগমকে নিজ বাসার বাইরে বিভিন্ন জায়গায় কাজে পাঠানো ও চিকিৎসার ব্যবস্থা না করাসহ একাধিক অভিযোগে বাসেম সালেমকে আরও তিন বছর ২ মাস কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ মার্চ রিয়াদের আজিজিয়া এলাকায় একটি বাসায় গৃহকর্ত্রীর নির্যাতনে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগমের মৃত্যু হয়। যা তদন্ত প্রতিবেদন ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে।

 

টাইমস/এসএন

Share this news on: