রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

কোনো পূর্ব ঘোষণা ছাড়াই রাজশাহী থেকে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

ধারনা করা হচ্ছে মঙ্গলবার (২ মার্চ) বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের কারণে রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, হামলার আশঙ্কা থেকে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেয়া হবে।

যদিও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেনের দাবি, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছে। মারধরকারীদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে রাজশাহী থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন। এছাড়া বিকল্প পথ হিসেবে অন্য যানবাহনে নিজ নিজ গন্তব্যে রওয়ানা দিচ্ছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের দাবি, এটা বিএনপির বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা।

 

টাইমস/এসজে

Share this news on:

সর্বশেষ