রাজশাহীতে ইটভাটায় মিলল শ্রমিক নেতার লাশ

রাজশাহীর পুঠিয়ায় ইটভাটা থেকে নুরুল ইসলাম (৫৫) নামে এক শ্রমিক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার একটি ইটভাটার সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নুরুল ইসলাম পুঠিয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। এ ঘটনার পর পুঠিয়ার ত্রিমোহনী বাজারে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই এলাকার একটি ইটভাটায় নুরুল হকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়। এ সময় সড়কের দুই পাশে যানবাহন আটকে পড়ে।

রাজশাহীর পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমেদ জানান, ঘটনার পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

তিনি জানান, নুরুল ইসলামের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: