বান্দরবানে  জনসংহতি সমিতির সমর্থক গুলিতে নিহত

ঘটনা বান্দরবানের রোয়াংছড়ি ইউনিয়নের। দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মং প্রু থুই মারমার ছেলে অং সিং চিং মারমা (৩৬)।

সোমবার রাত দেড়টার দিকে থোয়াইয়ংগ্য পাড়ার বাসা থেকে অং সিং চিং-কে পাঁচজন লোক বাড়ির বাইরে ডেকে নিয়ে যায়। এরপর এলাকার লোকজন গুলির শব্দ শুনতে পান। সকালে পাড়া থেকে দেড় কিলোমিটার দূরে তার লাশ মেলে।

নিহত অং সিং চিং মারমা জনসংহতি সমিতির সমর্থক বলে এলাকাবাসীর ধারণা।

রোয়াংছড়ি থানার ওসি শরিফুল ইসলাম জানান, সোমবার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। তার হাত পিছমোড়া করে বাঁধা ছিল। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।

সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চহ্লামং মারমা বলেন, ‘নিহত ব্যক্তি জনসংহতি সমিতির সমর্থক বলে স্থানীয়রা আমাকে জানিয়েছে।’

 

টাইমস/এসআই

 

Share this news on: