এবার ডেঙ্গু জ্বরে খুলনা মেডিকেলে দুবাই প্রবাসীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে আশিকুজ্জামান (৩৭) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে খুমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় এ পর্যন্ত ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

আশিকুজ্জামান মাগুরা জেলার শালিখা উপজেলার বাসিন্দা। তিনি দুবাই প্রবাসী ছিলেন। পাঁচ মাস আগে তিনি মাগুরায় নিজ বাড়িতে আসেন।

স্বজনরা জানায়, গত সপ্তাহে আশিকুজ্জামান জ্বরে আক্রান্ত হলে তাকে শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে গত ৪ সেপ্টেম্বর তার ডেঙ্গু শনাক্ত হয়। রোববার ভোরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

খুমেকের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, ভোর সাড়ে ৫টার দিকে আশিকুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

খুলনায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১০২০ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন। এর মধ্যে নতুন রোগী ১৮ জন।

 

টাইমস/এইচইউ

Share this news on: