ইসি ভবনের অগ্নিনির্বাপণ যন্ত্র সচল ছিল কি?

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কিছু ইভিএমের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

তবে ১২ তলা বিশিষ্ট ইসির আধুনিক এই ভবনের অগ্নি নির্বাপণ যন্ত্র সচল ছিল কি না এনিয়ে অনেকের প্রশ্ন রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ইসি ভবনে অগ্নি নির্বাপণ যন্ত্র সচল ছিল কি না, সে বিষয়ে তিনি অবগত নন।

তিনি বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১২ সেপ্টেম্বর দুপুরের মধ্যে ইসির নিজস্ব কমিটি প্রতিবেদন দেবে। তদন্ত কমিটি জানাবে এ ভবনের নিচ তলায় অগ্নি নির্বাপণ যন্ত্র সচল ছিল কি না? এ মুহূর্তে বিষয়টি আমার জানা নেই।

দমকল বাহিনী আসার আগে ইসির অগ্নি নির্বাপণ ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না, বিদ্যমান ব্যবস্থা কাজ করেছে কি না বা কোন কাজে লেগেছে অথবা গাফিলতি ছিল কিনা তা তদন্তে বেরিয়ে আসবে।

 

টাইমস/জিএস

Share this news on: