ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে প্রাণ গেল নারীর

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে।

ফাতেমা কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের নাজমুল হকের স্ত্রী।

স্বজনরা জানান, গত ৩ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১১ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। ৭ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে ফাতেমার মৃত্যু হয়।

মমেক হাসপাতালের উপপরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু রোগে আক্রান্ত ফাতেমার শ্বাসকষ্ট ও হার্টের সমস্যাও ছিল। এসব জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

তিনি আরও জানান, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সাত জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ছয় জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: