বিরোধী দলে জাতীয় পার্টি, থাকবে না মন্ত্রিসভায়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টি আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠে। অবশেষে সেটার সমাধান দিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। একইসঙ্গে মন্ত্রিসভায় জাতীয় পার্টির কোনো সদস্য থাকবেন না বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পদাধিকার বলে জাতীয় পার্টির সংসদীয় দলের সভাপতি হবেন হুসেইন মুহম্মদ এরশাদ এবং উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন না। সংসদের স্পিকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন এরশাদ।

টাইমস/ কেআরএস

Share this news on: