মধ্যবর্তী নির্বাচনের দাবি বিএনপির ‘মধ্যবর্তী তামাশা’

মধ্যবর্তী নির্বাচনের দাবি করা বিএনপির ‘মধ্যবর্তী তামাশা’ ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি ঘরে বসে বসে আন্দোলন করে। তারা কর্মসূচী দিয়ে ঘরে বসে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করে। বিএনপির মুখে মধ্যবর্তী নির্বাচনের আবদার মানায় না।

রোববার (৩ জানুয়ারি) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আওয়ামী লীগের মতো কোনো আন্দোলন করতে পারেনি। একটা খণ্ড মিছিলও তারা করতে পারে না। মুখে মুখে মধ্যবর্তী নির্বাচন চাইলে তো হবে না। জনগন বিএনপির পাশে থাকলে ঠিকই তারা মিছিল সমাবেশ করতে পারতো। জনগন বিএনপির ফাঁদে পা দেয় না।

তিনি আরও বলেন, এই করোনাকালেও দেশের অর্থনীতির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি নেতাদের কাজ দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করা। তারা দেশকে পিছিয়ে দিতে সব সময় তৎপর।

 

টাইমস/এসএন

Share this news on: