সুষ্ঠু নির্বাচনের দাবিতে ৬ বিভাগে সমাবেশ করবে বিএনপি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ৬ বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। চট্টগ্রামে প্রথম সমাবেশ হবে। ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে, ১৮ ফেব্রুয়ারি বরিশালে, ২৭ ফেব্রুয়ারি খুলনায় এবং রাজশাহীতে সমাবেশ হবে ১ মার্চ। তবে রাজধানীতে দুটি সমাবেশ করবে দলটি। ঢাকা উত্তরে ৩ মার্চ ও ঢাকা দক্ষিণে ৪ মার্চ হবে এই সমাবেশ।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) কর্মসূচি ঘোষণার করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থীদের উদ্যোগে এই সমাবেশ করা হবে।

কর্মসূচী ঘোষণার সময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী দলের যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খুলনা সিটি কর্পোরেশনে দলের মেয়রপ্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মেয়রপ্রার্থী ও মহানগর সভাপতি ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী ও মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

 

টাইমস/এসএন

Share this news on: