চিকিৎসা নিতে ওসমানী মেডিকেলে বাবর

একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলা ও দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে চিকিৎসা দিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। 

শনিবার সকাল পৌনে ১১টার দিকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আবু নাঈম আহমেদের অধীনে চিকিৎসা নিচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল জলিল জানান, একজন কয়েদির নিয়মিত চেকআপের অংশ হিসেবে লুৎফুজ্জামান বাবরকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হলে চিকিৎসকরা দেখবেন। বাবরের যে শারীরিক অবস্থা, তাতে মনে হয় না তাকে ঢাকায় নেয়া লাগবে। 

 

টাইমস/এইচইউ

Share this news on: