আইসিসির টেস্ট ও ওয়ানডে একাদশে নেই বাংলাদেশী ক্রিকেটার  

২০১৯ সালে ক্রিকেটারদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে একাদশ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ ছাড়া বর্ষসেরা আম্পায়ার, সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স এবং উদীয়মান ক্রিকেটারের তালিকাও প্রকাশ করেছে আইসিসি।

বুধবার এই তালিকায় প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। তবে প্রকাশিত তালিকায় স্থান পাননি বাংলাদেশের কোন ক্রিকেটার।

প্রকাশিত টেস্ট ও ওয়ানডে এই দুটি একাদশেরই অধিনায়ক নির্বাচিত হয়েছেন ভারতের বিরাট কোহলি। ‘স্পিরিট অব দ্য ক্রিকেট’ পুরস্কারও জিতেছেন কোহলি। তারকা ব্যাটসম্যান কোহলি ছাড়া দুই একাদশেই জায়গা করে নেওয়া ক্রিকেটার মাত্র দুজন। তারা হলেন- ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস ও অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক।

২০১৯ সালে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস। এজন্য স্টোকস স্যার গ্যারিগিল্ড সোবার্স ট্রফি পাচ্ছেন। ইংল্যান্ডকে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি।

আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের খেতাব জিতেছেন অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের টাইটেল জিতেছেন ভারতের হিটম্যান রোহিত শর্মা। আইসিসি ইমার্জিং ক্রিকেটার অব দি ইয়ার তথা সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস লাবুশানে। বছরের সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ভারতের পেসার দীপক চাহার। এ ছাড়া সেরা আম্পায়ারের খেতাব ‘ডেভিড শেফার্ড ট্রফি’ পাচ্ছেন ইংল্যান্ডের ৫৬ বছর বয়সী আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ।

টেস্ট একাদশে সর্বোচ্চ পাঁচজন আছেন অস্ট্রেলিয়া থেকে- মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, প্যাট কামিন্স, স্টার্ক ও নাথান লায়ন।

অন্যদিকে ওয়ানডে একাদশে স্থান করে নেয়া ভারতের চার ক্রিকেটার হলেন- রোহিত শর্মা, কোহলি, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব।

২০১৯ সালে বাংলাদেশের সেরা পারফর্মার ছিলেন সাকিব আল হাসান। ওয়ানডে সংস্করণে বিশেষ করে ইংল্যান্ড বিশ্বকাপে আলো ছড়িয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬০০’র বেশি রান এবং ১০’র বেশি উইকেট নেন তিনি। ২ সেঞ্চুরি এবং ৫ ফিফটি মিলিয়ে ৮ ম্যাচে সাকিব করেছিলেন ৬০৬ রান। বল হাতে নিয়েছিলেন ১১ উইকেট। কিন্তু জুয়াড়ির প্রস্তাব গোপন করায় গেল অক্টোবরে আইসিসির নিষেধাজ্ঞা পান তিনি।

নিষেধাজ্ঞার পরও ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনসহ ২০১৯ সালে বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটের বর্ষসেরা ওয়ানডে দলে স্থান করে নেন তিনি। কিন্তু আইসিসির করা বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলে স্থান পাননি সাকিবসহ বাংলাদেশের কোন ক্রিকেটার।

বর্ষসেরা টেস্ট একাদশ: মায়াঙ্ক আগারওয়াল, টম ল্যাথাম, মারনাস লাবুশেন, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, বেন স্টোকস, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নিল ওয়াগনার, নাথান লায়ন।

বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, শেই হোপ, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, কেন উইলিয়ামসন, বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
পটুয়াখালী-৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ভিপি নুর Dec 29, 2025
img
ববি হাজ্জাজের জমি-বাড়ি নেই, স্ত্রীর আছে ১২০ ভরি স্বর্ণ Dec 29, 2025
img
২৮ দিনে দেশে এসেছে ২৯৩ কোটি ডলার রেমিট্যান্স Dec 29, 2025
img
নওয়াজউদ্দীন সিদ্দীকীর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে আপস করেননি অভিনেত্রী এলনাজ Dec 29, 2025
img
৮ মিনিট দেরি, মনোনয়নপত্র জমা দিতে না পেরে অঝোরে কাঁদলেন বাদশা Dec 29, 2025
img
আরশাদ ওয়ার্সিকে দেখে মারিয়ার মা-বাবা কী বলেছিলেন? Dec 29, 2025
img
মঙ্গলবার একদিনের জন্য চট্টগ্রাম যাচ্ছেন আইজিপি Dec 29, 2025
img
অস্ত্রোপচারের পর কেমন আছেন সাজিদ, জানালেন ফারাহ Dec 29, 2025
img
ঢাকার বুকে ফিরে এলো হারিয়ে যাওয়া 'কনাই নদী' Dec 29, 2025
img
হাসনাত আব্দুল্লাহর জন্য আসন ছেড়ে কাঁদলেন জামায়াতের প্রার্থী Dec 29, 2025
img
রাতে ঢাকায় শীতের প্রকোপ বাড়বে Dec 29, 2025
img
‘তুমি শেখাবে আমাকে’? একটি কথায় বদলে গেল রাজেশ-ডিম্পলের সম্পর্কের সমীকরণ Dec 29, 2025
img
সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও ছেলে Dec 29, 2025
img
ইমাদ ওয়াসিম ও সানিয়ার বিচ্ছেদের কারণ 'তৃতীয় পক্ষ'? Dec 29, 2025
img
কোটিপতি জামায়াত আমির, আছে নগদ ৬০ লাখ টাকা-ডুপ্লেক্স বাড়ি Dec 29, 2025
দক্ষিণ আমেরিকা সফরে মায়ামি- পেরু, কলম্বিয়া ও ইকুয়েডরে ম্যাচ Dec 29, 2025
অডিশন ভিডিওতেই আলোচনায় কৃতি Dec 29, 2025
ঝলমলে পোশাকেই যত আলোচনা Dec 29, 2025
img
সিলেটের খুঁটি থেকে গাছের মগডালে ঝুলছে 'অদ্ভুত পোস্টার বয়'! Dec 29, 2025
img
জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সাঈদীর দুই ছেলে Dec 29, 2025