কাপালিতে মান বাঁচলো সিলেটের

বিপিএলে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচলো সিলেট সিক্সার্স। অলোক কাপালির ৩৩ রানের সুবাদে কুমিল্লাকে ৬৯ রানের টার্গেট দিয়েছে ওয়ার্নার বাহিনী।

বিপিএল ইতিহাসে সর্বনিম্ন রানের ইনিংস যেন কত! মাত্র ২২ রানে ৭ উইকেট হারিয়ে সেটাই যেন ভাবছিল সিক্সার্স ভক্তরা। মনে হচ্ছিল, বিপিএলের ইতিহাসেরই সর্বনিম্ন স্কোরে অলআউট হবে সিলেট। কিন্তু অলক কাপালির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় লজ্জা এড়িয়েছে স্বাগতিকরা।

বিপিএলের ইতিহাসে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি খুলনা টাইটানসের। ২০১৬ সালে রংপুর রাইডার্সের বিপক্ষে মাত্র ১০.৪ ওভারেই ৪৪ রানে গুটিয়ে গিয়েছিল দলটি।

সিলেট তেমন লজ্জায় না পড়লেও ১৪.৫ ওভারের মধ্যে গুটিয়ে গেছে তাদের ইনিংস। এক অলক কাপালি ছাড়া দলের বাকি ব্যাটসম্যানদের কেউই দুই অংকের কোটা ছুঁতে পারেননি। শূন্য রানে আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার, আফিফ, নিকোলাস পোরান ও নাবিল সামাদ। কাপালি শেষ পর্যন্ত ৩১ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন।

অপরদিকে কুমিল্লার হয়ে বল হাতে মেহেদী হাসান ছিলেন সবচেয়ে সফল। ৪ ওভারে ২২ রান খরচায় ৪টি উইকেট নিয়েছেন তিনি। আর লোয়ার অর্ডারের ৩ উইকেট নিয়ে ওয়াহাব রিয়াজ শেষটা করেছে। মাঝে ২টি উইকেট নেন লিয়াম ডসন।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on: