আইসিসির বিশ্বসেরা অধিনায়ক ইমরান খান

আইসিসির জরিপে বিশ্বসেরা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ইমরান খান।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির অফিসিয়াল টুইটার একাউন্টে চালানো জরিপে এ ফলাফল এসেছে।

অধিনায়ক হওয়ার পর ধারাবাহিকতায় উন্নতি হয়েছে, এরকম চারজন ক্রিকেটারের নাম উল্লেখ করে তাদের মধ্যে কে সেরা, ওই জরিপে তা ভার্চুয়ালবাসীর কাছে জানতে চায় আইসিসি।

জরিপের তালিকায় ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি ও পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান ছাড়াও ছিলেন দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স এবং অস্ট্রেলিয়ার নারী দলের অধিনায়ক মেগ ল্যানিং।

ভার্চুয়াল জরিপে ৪৭.৩ শতাংশ ভোট পেয়ে বিশ্বসেরা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ইমরান খান। দ্বিতীয় অবস্থানে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এছাড়া ডি ভিলিয়ার্স এবং ল্যানিং পেয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন।

তবে এই জরিপে ক্ষেপে উঠেছেন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বরা। অনেক ভারতীয় আইসিসির টুইটার জরিপ নিয়ে ট্রলও করেছেন।

উল্লেখ্য, গত মাসেই পুরুষদের বিভিন্ন ফরম্যাটে দশক সেরা দলের তালিকা প্রকাশ করেছিল আইসিসি। কোনও তালিকাতেই পাকিস্তানের কোনো ক্রিকেটার জায়গা পাননি। যা নিয়ে সমালোচনায় মুখর হয়ে ওঠেন শোয়েব আখতার, রশিদ লতিফ, শহীদ আফ্রিদীরা।

 

টাইমস/এসএন

Share this news on: