দাপুটে জয়ে টাইগারদের শুভ সূচনা

ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। দারুণ জয়ে শুরু হলো এবারের বিশ্বকাপে বাংলাদেশের পথচলা। বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়েই শুভসূচনা করেছে বাংলাদেশ।

ওভালে রোববার বাংলাদেশকে রেকর্ড রানের উচ্চতায় তুলে নিয়েছিলেন ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার তিনশ ছুঁয়ে, বিশ্বকাপে নিজেদের আগের সর্বোচ্চ পেরিয়ে, বাংলাদেশ গড়ে নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ স্কোর, ৩৩০। দক্ষিণ আফ্রিকা লড়াই করে থমকে গেছে ৩০৯ রানে।

বিশ্বকাপে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল স্কটল্যান্ডের বিপক্ষে ৩২২। ওয়ানডেতে সবচেয়ে বেশি ছিল পাকিস্তানের বিপক্ষে ৩২৯। এবার নতুন রেকর্ডে নেই কোনো সেঞ্চুরি। আছে সবার সম্মিলিত প্রচেষ্টা। ইনিংসের মেরুদণ্ড তৃতীয় উইকেটে সাকিব ও মুশফিকুর রহিমের ১৪২ রানের জুটি।

বোলিংয়ে যথারীতি দুর্দান্ত ছিলেন দুই স্পিনার সাকিব ও মেহেদী হাসান মিরাজ। বিবর্ণ শুরুর পর কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছেন সাইফ উদ্দিন। আসল পার্থক্য গড়ে দিয়েছেন দলের মূল স্ট্রাইক বোলার মুস্তাফিজুর রহমান। টানা চার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে ফিফটির অনন্য কীর্তির পর গুরুত্বপূর্ণ একটি উইকেট নিয়েছেন সাকিব। গড়েছেন সবচেয়ে কম ম্যাচ খেলে ৫ হাজার রান ও আড়াইশ উইকেটের রেকর্ড। বিশ্বসেরা অলরাউন্ডার এই ম্যাচেরও সেরা।

বাংলাদেশের শুরুটাই ছিল চ্যালেঞ্জ জয়ের বার্তা দিয়ে। আগের ম্যাচে ব্যবহৃত উইকেটে টস জিতে বোলিং নেন ফাফ দু প্লেসি। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের চাওয়া ছিল, গতি ও বাউন্সে বাংলাদেশকে ভড়কে দেয়া। সৌম্যর ব্যাটের ধারে উল্টো কাবু প্রোটিয়ারাই!

শুরুটা ছিল খানিকটা সাবধানী। পঞ্চম ওভারে লুঙ্গি এনগিডির টানা দুটি শর্ট বলে দারুণ দুটি পুল শটে শুরু হয় সৌম্যর দাপট। দৃষ্টিনন্দন কিন্তু স্পর্ধার ছাপ রাখা সব শটের পসরা মেলে ধরেন বাঁহাতি ওপেনার।

চোট কাটিয়ে খেলতে নামা তামিম ইকবালের ব্যাটে শুরুতে অস্বস্তি থাকলেও দারুণ দুটি চারে তিনিও কাটান জড়তা। ৮ ওভারে রান উঠে যায় ৫৮।

তবে তামিমকে বেশি দূর এগোতে দেননি আন্দিলে ফেলুকোয়ায়ো। নিজের প্রথম ওভারে দলকে এনে দেন প্রথম উইকেট। ক্রিস মরিস নিজের প্রথম ওভারে শর্ট বলে ফেরান সৌম্যকে। তবে ৩০ বলে ৪২ রানের ইনিংসে দলকে জ্বালানি জুগিয়ে যান বাঁহাতি ওপেনার সৌম্য।

সেই শুরুটাই চালিয়ে নিয়ে গেছেন সাকিব ও মুশফিক। সিঙ্গেল-ডাবলস নিয়ে সচল রেখেছেন রানের চাকা। বাংলাদেশের সফলতম জুটি দলকে এগিয়ে নেন বড় স্কোরের পথে।

দু'জন এগিয়ে যাচ্ছিলেন পাশাপাশিই। ৫৪ বলে ফিফটি স্পর্শ করেন সাকিব, ৫২ বলে মুশফিক।

এ নিয়ে টানা চার বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে ফিফটির প্রথম নজির গড়লেন সাকিব। মুশফিকও কম যান না। বিশ্বকাপের প্রথম ম্যাচে পঞ্চাশ তার হলো তৃতীয়বার। হাতছানি থাকলেও দু'জনের কেউ শেষ পর্যন্ত বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি ছুঁতে পারেননি। ৮৪ বলে ৭৫ করে ফেরেন সাকিব, ৮০ বলে ৭৮ মুশফিক।

এই দুই উইকেটের মাঝে ২১ বলে ২১ রান করে আলগা শটে আউট হন মোহাম্মদ মিঠুন। কিছুটা কমে যায় রানের গতি। ৪০ ওভারের পর প্রথম ৬ ওভারে রান আসে কেবল ৩২।

তবে শেষ ৪ ওভারে সব পুষিয়ে যায় মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে। ৪১ বলে ৬৬ রানের জুটি গড়েন দু'জন। ২০ বলে ২৬ রানে আউট হন মোসাদ্দেক। ৩৩ বলে অপরাজিত ৪৬ মাহমুদউল্লাহ। শেষ ৪ ওভারে বাংলাদেশ তুলেছে ৫৪ রান।

হ্যামস্ট্রিংয়ের চোটে এনগিডিকে পুরো সময় পায়নি দক্ষিণ আফ্রিকা। তবে নিজের প্রথম ৪ ওভারে এই পেসার দিয়েছিলেন ৩৪ রান। রান তাড়ায় দ্রুত শুরু এনে দেয়ার জন্য দক্ষিণ আফ্রিকার বড় বাজি ছিলেন কুইন্টন ডি কক। তবে নতুন বলে মুস্তাফিজ ও মিরাজ খুব একটা ডানা মেলতে দেননি তাকে। সতর্ক ব্যাটিংয়ে যদিও শুরুটা তাদের খারাপ হয়নি।

৪৯ রানের উদ্বোধনী জুটি ভাঙে রান আউটে। মিরাজের বলে ডি ককের ক্যাচ উইকেটের পেছনে ছাড়েন মুশফিক। তবে ফসকে যাওয়া বলে রান চুরি করতে গিয়ে মুশফিকের সরাসরি থ্রোয়েই ডি কক ফেরেন ২৩ রানে।

আগের ম্যাচে পাওয়া চোটের কারণে ছিলেন না হাশিম আমলা। ইনিংস শুরু করা এইডেন মারক্রামকে নিয়ে দলকে পথে রাখেন দু প্লেসি। দু'জনের জুটিতে দক্ষিণ আফ্রিকা ছিল নিয়ন্ত্রণেই।

ত্রাতা হয়ে আসেন তখন সাকিব। ডানহাতির জন্য অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে দেন ৪৫ রান করা মারক্রামকে।

দক্ষিণ আফ্রিকা জুটি গড়েছে এরপরও। রান পেয়েছেন মিডল অর্ডারে সবাই। তবে কোনো জুটিকে খুব হুমকি হয়ে উঠতে দেয়নি বাংলাদেশ, লম্বা সময় খেলতে দেয়নি কোনো ব্যাটসম্যানকে। সময়মতোই ধরা দিয়েছে উইকেট।

দুর্দান্ত খেলতে থাকা দু প্লেসির ৫৩ বলে ৬২ রানের ইনিংস থেমেছে মিরাজকে বেরিয়ে এসে খেলতে গিয়ে। মিরাজ পরে মুস্তাফিজের বলে দারুণ ক্যাচে ফিরিয়েছেন ডেভিড মিলারকে।

বিপজ্জনক হয়ে উঠতে থাকা রাসি ফন ডার ডাসেন ৪১ রানে বোল্ড হয়েছেন সাইফকে ক্রস ব্যাটে খেলতে গিয়ে। আরেক হুমকি ক্রিস মরিসকে থামিয়েছেন মুস্তাফিজ।

দক্ষিণ আফ্রিকার আশা টিকে ছিল যতক্ষণ ছিলেন দুমিনি। ৩৭ বলে ৪৫ রান করা ব্যাটসম্যানকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে দেন মুস্তাফিজ।

ম্যাচ শেষ হতেই উল্লাসে ফেটে পড়ে ওভালের গ্যালারি। প্রায় ২৪ হাজার দর্শকের বেশিরভাগই হয়তো ছিল বাংলাদেশের সমর্থক। তাদের স্লোগানমুখর দিনের শেষ হয় জয়ের গর্জনে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩০/৬ (তামিম ১৬, সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মিঠুন ২১, মাহমুদউল্লাহ ৪৬*, মোসাদ্দেক ২৬, মিরাজ ৫*; এনগিডি ৪-০-৩৪-০, রাবাদা ১০-০-৫৭-০, ফেলুকোয়ায়ো ১০-১-৫২-২, মরিস ১০-০-৭৩-২, মারক্রাম ৫-০-৩৮-০, তাহির ১০-০-৫৭-২, দুমিনি ১-০-১০-০)

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৯/৮ (ডি কক ২৩, মারক্রাম ৪৫, দু প্লেসি ৬২, মিলার ৩৮, ফন ডার ডাসেন ৪১, দুমিনি ৪৫, ফেলুকোয়ায়ো ৮, মরিস ১০, রাবাদা ১৩*, তাহির ১০*; মুস্তাফিজ ১০-০-৬৭-৩, মিরাজ ১০-০-৪৪-১, সাইফ ৮-১-৫৭-২, সাকিব ১০-০-৫০-১, মাশরাফি ৬-০-৪৯-০, মোসাদ্দেক ৬-০-৩৮-০)

ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী

ম্যান অব দা ম্যাচ: সাকিব আল হাসান

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
মনি রত্নামের সিনেমাতে জুটি বাঁধবেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী Dec 10, 2025
img
ইউএনওদের হাতে ‘নতুন বাংলাদেশ’ জন্মলাভ করবে: প্রধান উপদেষ্টা Dec 10, 2025
img
অনেক জেনারেল আল্লাহকে না প্রধানমন্ত্রীকে প্রভু মেনেছেন: আযমী Dec 10, 2025
img
খালেদা জিয়া দলমত নির্বিশেষে সবার অভিভাবক : মির্জা আব্বাস Dec 10, 2025
img
আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে : প্রধান উপদেষ্টা Dec 10, 2025
img
ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মাস্টারমাইন্ড জয়: তাজুল ইসলাম Dec 10, 2025
img
ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত বিএনপি : রুমিন ফারহানা Dec 10, 2025
img
খালেদা জিয়াকে বিদেশে না নিলে তারেক রহমান দ্রুত দেশে আসবেন: এ্যানি Dec 10, 2025
img
চরিত্রনির্ভর গল্পে ফিরে আসছেন কৃতি শ্যানন Dec 10, 2025
img
তফসিলের আগে আরপিও সংশোধনের কার্যক্রম না থাকায় হতাশ সাইফুল হক Dec 10, 2025
প্রার্থিতা ঘোষণার সময় এনসিপি নেতার পদত্যাগের বার্তা Dec 10, 2025
img
ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা Dec 10, 2025
img
ভ্যাট আদায় হলেও অনেক সময় সরকারের কোষাগারে পৌঁছায় না: অর্থ উপদেষ্টা Dec 10, 2025
img
নরসিংদীতে সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Dec 10, 2025
img
জন্মদিনে রুক্মিণী বসন্তের শাড়ি-স্টাইল আবারও আলোচনায় Dec 10, 2025
img
শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই: পররাষ্ট্র উপদেষ্টা Dec 10, 2025
img
সজীব ওয়াজেদ জয়কে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ Dec 10, 2025
img
জুনিয়র এনটিআরের নতুন ছবিতে কাজলের চমকপ্রদ উপস্থিতির গুঞ্জন Dec 10, 2025
img
অ্যাশেজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বাঁচিয়ে রেখেছে ইংল্যান্ড! Dec 10, 2025
img
ভারতীয় দূতাবাসের পাশের সড়কের নতুন নাম ‘ফেলানী এভিনিউ’ Dec 10, 2025