শেষবারের মতো খেলবেন রুনি

শেষবারের মতো ইংল্যান্ডের হয়ে ফুটবল মাঠে নামবেন ওয়েন রুনি। ২০০৩ সালে জাতীয় দলে খেলতে নামেন রুনি। এখন পর্যন্ত এই তারকা ১০৩টি ম্যাচ খেলেছেন আর গোল করেছেন ৫৩টি।

ইংলিশদের ইতিহাসে তিনি সর্বোচ্চ গোল করেছেন। প্রায় দুবছর থ্রি লায়ন্সদের জাতীয় দলের বাইরে ছিলেন তিনি।

কারণ হিসেবে জানা গিয়েছিল, কোচ গ্যারেথ সাউথগেট রুনিকে নিজের পছন্দের তালিকায় রাখেননি। তাই ২০১৭ সালের আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরন যান রুনি।

আগামী ১৫ নভেম্বর ইংল্যান্ডের জার্সিতে মাঠে নামবেন রুনি। তাকে বিদায়ী সংবর্ধনা দিতেই তাকে দলে রেখেছে দেশটির ফুটবল বোর্ড। লন্ডনের ঐতিহাসিক মাঠ ওয়েম্বলিতে আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নামবেন তিনি।

বর্তমানে রুনি আমেরিকার মেজর লিগ সকারে ওয়াশিংটনের ডিসি ইউনাইটেডের হয়ে খেলছেন।

Share this news on: