হতাশার পর নতুন শুরু চায় বাংলাদেশ

সকল হতাশা পেছনে ফেলে ‘বাংলাদেশ’ ও ‘জিম্ববুয়ে’ দল দু’টি শুক্রবার থেকে শুরু হতে যাওয়া (১৩ই সেপ্টেম্বর) ত্রিদেশীয় টি-২০ সিরিজে অংশগ্রহণ করছে। আফগানিস্তানের কাছে ২২৪ রানের লজ্জাজনক টেস্ট পরাজয়ের পর বাংলাদেশ দলটি নিজেদের ভাগ্য ফেরাতে চেষ্টা করবে, যদিও  টি-২০ ফর্মেটে তাদের খুব বেশি সফলতা নেই। অন্যদিকে, সম্প্রতি ক্রিকেটের বিষয়ে সরকারের হস্তক্ষেপের কারণে সকল ধরনের আন্তর্জাতিক ক্রিকেটের ওপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা কাটিয়ে জিম্বাবুয়ে দলটিও নিজেদেরকে ক্রিকেটের মাধ্যমে প্রমাণ করতে মুখিয়ে আছে।

বিভিন্ন কারণে বারবার সংবাদের শিরোনাম হওয়া দুই দলের অধিনায়কদের দিকেই সবার মনোযোগ থাকবে। ২০০১ সাল থেকে জিম্বাবুয়ে দলটির অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা অভিজ্ঞ ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা এই সিরিজের শেষ দিকে অবসর গ্রহণ করতে চলেছেন এবং নিজের অতি পরিচিত ভঙ্গিতেই তিনি শেষ করতে চাইবেন। অন্যদিকে দুর্দান্ত ব্যক্তিগত পারফরম্যান্সের পরও দলীয় ব্যর্থতা নিয়ে বিশ্বকাপ শেষ করা সাকিব আল হাসান সম্প্রতি টেস্ট ক্যাপ্টেন হিসেবে নিদারুণ ব্যর্থ হয়েছেন। তিনি ইতিমধ্যে দলের নেতৃত্ব দানে অনিচ্ছা প্রকাশ করেছেন। তবে এই মুহূর্তে সব ভুলে বিশ্বকাপের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে আশাবাদী তিনি।

জিম্বাবুয়ের জন্য এই সিরিজ রাজনীতিকে পেছনে ফেলে নিজেদের ক্রিকেটের ক্ষমতাকে প্রমাণের মহাসুযোগ। অন্যদিকে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো মনে করেন, আয়োজক দেশের জন্য এই সিরিজ টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ। তবে তারা কতটা ভালো করতে পারবে, এবং কতটা দ্রুত সময়ের মধ্যে তা করতে পারবে সেটাই তাদের টি-২০ বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ করবে। সিরিজটি তাদের দুঃখজনক ৫৭ হারের বিপরীতে ২৬ জয়ের অসামঞ্জস্যপূর্ণ চিত্রটি ঢেকে দিতে কিছুটা হলেও সাহায্য করতে পারে।

কখন: বিকাল ৫টা, ১৩ সেপ্টেম্বর, শুক্রবার, ২০১৯।

কোথায়: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা।

যা আশা করা যায়: পিচ অপেক্ষাকৃতভাবে ব্যাটিং বান্ধব হবে। বৃষ্টি হবার সম্ভাবনা কম।

দলের খোঁজ-খবর:

বাংলাদেশ: আয়োজক দেশটি তামিম ইকবালকে ছাড়াই খেলবে, তিনি বর্তমানে ছুটিতে আছেন, এবং সেকারণেই ভবিষ্যতের কথা ভেবে একটি দায়িত্বশীল ওপেনিং জুটির খোঁজ করবে দলটি। তারা প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে, যেখানে মেহেদি হাসান ও ইয়াসিন আরাফাতের মত অনভিজ্ঞ মুখও রয়েছেন।

দল: সাকিব আল হাসান (ক্যাপ্টেন), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন, মোসাদ্দেক হোসাইন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, মুস্তাফিজুর রহমান, ইয়াসিন আরাফাত।

জিম্বাবুয়ে: আফ্রিকান দলটিতে এবার সিকান্দার রেজা থাকছেন না, তিনি নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন। তার অবর্তমানে মিডল-অর্ডারকে ভুগতে হবে। তবে ব্রান্ডান টেইলর, ক্রেইগ এর্ভাইন, সিন উইলিয়ামস এবং ক্রিস্টোফার মফুর মত অনেক অভিজ্ঞ খেলোয়াড় জিম্বাবুয়ে দলটিতে রয়েছেন। কোচ লালচাঁদ রাজপুতের মতে, “দলটি তরুণ ও অভিজ্ঞদের সুন্দর একটি সমন্বয়”।

দল: হ্যামিল্টম মাসাকাদযা (ক্যাপ্টেন), রেগিস চাকাবভা, রিচমন্ড মুতুম্বামি, সিন উইলিয়ামস, নেভিলে মাদজাভিদা, টিনোটেন্দা মতম্বোদজি, টনি মুনয়োঙ্গা, কেইল জার্ভিস, টিন্ডাই চাতারা, ক্রিস্টোফার মফু, ক্রেইগ এর্ভাইন, ব্রেন্ডান টেইলর, আইনসলে এনদলোভু, টাইমিসেন মারুমা, রায়ান বুরি।

আপনি জানেন কি?

- সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে মুস্তাফিজুর রহমানের প্রয়োজন আর মাত্র দু’টি উইকেট।

-১৫২৯ রান করা হ্যামিল্টন মাসাকাদযাই তার দেশের একমাত্র ব্যটসম্যান যিনি টি-২০ ক্রিকেটে এক হাজারের বেশি রান সংগ্রহ করেছেন।

-বাংলাদেশ এখনও কোনো ত্রিদেশীয় টি-২০ সিরিজ জেতেনি। সর্বশেষ খেলা ত্রিদেশীয় সিরিজ ‘নিদাহাস ট্রফি’র ফাইনালে তারা ইন্ডিয়ার কাছে পরাজিত হয়েছিল।

সূত্র: ক্রিকবাজ ডটকম।

 

টাইমস/এনজে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
১০ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা Dec 10, 2025
যেসব কারণে বারবার সীমান্ত সংঘাতে জড়াচ্ছে থাইল্যান্ড-কম্বোডিয়া Dec 10, 2025
তফসিলের পর অনুমতি ছাড়া সমাবেশ–আন্দোলন করলে কঠোরভাবে নিয়ন্ত্রণ Dec 10, 2025
img
২০ কোটি টাকায় ৪৪ লাখের বেশি বই মুদ্রণের অনুমোদন Dec 10, 2025
img
দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ Dec 10, 2025
img
ঢাকায় নতুন ইউএনওডিসি প্রতিনিধির পরিচয়পত্র পেশ Dec 10, 2025
img
আজ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ Dec 10, 2025
img
গান গাইতে গাইতেই স্টেজে পড়ে গেলেন মোহিত চৌহান, কেমন আছেন গায়ক? Dec 10, 2025
img

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

আতালান্তার কাছে ২-১ গোলে হারল চেলসি Dec 10, 2025
img
‘ধুরন্ধর’-এ নিষ্ঠুর চরিত্রে অভিনয় করে ২.৫ কোটি পারিশ্রমিক! Dec 10, 2025
img
মাদারীপুর জেলায় হানাদারমুক্ত দিবস আজ Dec 10, 2025
img
ওয়ার্কশপে অস্ত্র তৈরি, গ্রেপ্তার কারিগর Dec 10, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ : টুকু Dec 10, 2025
img
'বিয়ের সাবস্ক্রিপশন বাতিল করতে ভুলে গিয়েছিলাম', বিবাহবার্ষিকীতে মনখারাপ দেবলীনার! Dec 10, 2025
img

ফাওজুল কবির খান

দুর্নীতিযুক্ত প্রক্রিয়া থেকে একটা দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় যাচ্ছি Dec 10, 2025
img
প্রচার-প্রোপাগান্ডা খাতে আর্থিক বরাদ্দ ২০ গুণ বাড়াল ইসরায়েল Dec 10, 2025
img
রিয়াদ-দোহাকে সংযুক্ত করতে উচ্চগতির রেল চালু করছে সৌদি ও কাতার Dec 10, 2025
img
নারীবাদীদের ‘নোংরা দুশ্চরিত্রা’ হিসেবে অভিহিত করলেন ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী Dec 10, 2025
img
রুশ সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী Dec 10, 2025
img
পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ Dec 10, 2025