তিন মাসে কমেছে রপ্তানি আয়

চলতি ২০১৯-২০ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পণ্য রপ্তানিতে আয় প্রায় ৩ শতাংশ কমেছে। এই তিনমাসে ৯৬৪ কোটি ৮০ লাখ ডলারের আয় হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়েও ১১ শতাংশ কম।

রোববার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পণ্য রপ্তানির হালনাগাদ তথ্য প্রকাশ করে।

ইপিবি হালনাগাদ তথ্যানুযায়ী, প্রকৌশলপণ্য ছাড়া অন্যকোন খাতই ভালো করতে পারেনি। এ খাতে মোট আয় ৯ কোটি ৩০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশের মতো বেশি।

পণ্য রপ্তানির ৮৪ শতাংশ তৈরি পোশাক খাত থেকে আসে। তবে এই খাতটিও ভালো করতে পারেনি। তিন মাসে পোশাক রপ্তানি আয় হয়েছে প্রায় ৮০৬ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৬৪ শতাংশ কম। এরফলে সামগ্রিকভাবে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে।

আলোচ্য সময়ে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৫ দশমিক ৪৪ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে প্রায় ৫ শতাংশ কম। পাট ও পাটপণ্য রপ্তানি করে আয় হয়েছে ২২ কোটি ডলারের কিছু বেশি। যা একই সময়ের চেয়ে ১ দশমিক ৮৪ শতাংশ কম। কৃষি ও কৃষিজাত পণ্য রপ্তানিতে আয় হয়েছে ২৬ কোটি ২৬ লাখ ডলার। এ ক্ষেত্রে নেতিবাচক প্রবৃদ্ধি ১০ শতাংশের মতো। হিমায়িত খাদ্য রপ্তানিতে আয় কমেছে প্রায় ৯ শতাংশ। আয় হয়েছে ১ কোটি ৫ লাখ ডলার।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ