সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা এখন থেকে জেদ্দা কনস্যুলেটে পাসপোর্ট নবায়ন ও প্রবাসী কার্ডের আবেদন জমা দিতে পারবেন। এক্ষেত্রে অতিরিক্ত ফি প্রয়োজন হবে না। দীর্ঘ দেড় বছর পর বহুল আকাঙ্খিত এই সেবা চালু হওয়ায় খুশি প্রবাসীরা। সম্প্রতি জেদ্দা কনস্যুলেটের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গেছে, গত দেড় বছর ধরে প্রবাসী সেবা কেন্দ্র নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নির্দিষ্ট ফি’র
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বাত্মক লকডাউনের মেয়াদ এক সপ্তাহ বাড়ানো হয়েছে। যে কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে বিমানের ফ্লাইট চলাচলের ওপর নতুন করে এক সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।