বিএনপি নেতা হাফিজ উদ্দিনের জামিন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ জামিন পেয়েছেন।

রোববার বিকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেয়ার আবেদন করে পুলিশ। আবেদন খারিজ করে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম বিএনপি নেতা হাফিজ উদ্দিনের জামিন মঞ্জুর করেন।

হাফিজ উদ্দিন আহমেদকে শনিবার রাতে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর পল্লবী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪-এর এক উপপরিদর্শকের করা মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হাফিজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হাফিজ উদ্দিনকে বিমানবন্দর থানা-পুলিশ গ্রেপ্তার করে।

রোববার আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী আজাদ রহমান ও হেমায়েত উদ্দিন খান হিরন শুনানি করেন। আর হাফিজ উদ্দিনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মাসুদ আহমেদ তালুকদার আদালতে বলেন, ‘উনি অসুস্থ। ইমেইল তিনি করেননি। তার বিরুদ্ধে এজাহারে কোনো অভিযোগ নাই। তাকে জামিন দেয়া হোক।’

রাষ্ট্রপক্ষের আইনজীবী হিরন বলেন, ফেসবুকে তথ্য চালাচালি করেছেন হাফিজ।

আসামিপক্ষের আইনজীবী তখন বলেন, ‘মামলার কোথাও ফেসবুকের কথা বলা হয়নি। রাষ্ট্রপক্ষ দেখাতে পারলে আমি জামিন আবেদন প্রত্যাহার করে নেব।’ পরে বিচারক রিমান্ড আবেদন নাকচ করে জামিন মঞ্জুর করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই নূরে আলম রোববার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়াকে আগের দিন সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার সকালে মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়াকে গ্রেপ্তার করে র‌্যাব।

 

টাইমস/এসআই

Share this news on: