গ্রামীণফোন ও রবিতে প্রশাসক বসানোর অনুমতি পেয়েছে বিটিআরসি

বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ও রবিতে প্রশাসক নিয়োগের জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) প্রস্তাব অনুমোদন দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার অনুমোদন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী বলেন, গ্রামীণফোন ও রবিতে প্রশাসক নিয়োগ দেয়ার প্রস্তাব পাঠিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। অনুমোদন দেয়া হয়েছে। এখন বিটিআরসি ঠিক করবে কাকে প্রশাসক নিয়োগ দেবে এবং কীভাবে দেবে।

এর আগে নীরিক্ষা আপত্তি হিসেবে বিটিআরসি গ্রামীণফোনের কাছে পাওনা দাবি করে ১২ হাজার ৫৮০ কোটি টাকা। আর রবির কাছে দাবি করে ৮৬৭ কোটি টাকা। তবে দুই অপারেটরই দাবি অস্বীকার করে।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: