জামায়াতকে তালাক দিয়ে রাস্তায় নামেন: বিএনপিকে জাফরুল্লাহ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ডা. জাফরুল্লাহ বলেছেন, এখানে বিএনপির আমীর খসরু সাহেব আছেন। ভোটের অধিকার ফিরিয়ে আনা আপনাদেরই দায়িত্ব, জনগণ তাকিয়ে আছে। আপনাদেরকে এখন সব রকম বিভেদ ভুলে গিয়ে একত্রিত হতে হবে। জামায়াতকে একটু তালাক দিয়ে আপনারা রাস্তায় নামেন। দেখবেন বাংলাদেশ আপনাদের সাথে আছে। বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি আসছে, বেগম খালেদা জিয়ারও মুক্তি হবে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ করে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এই মানববন্ধনের আয়োজন করে।

জামায়াতে ইসলামী দুই দশক ধরে বিএনপির জোটসঙ্গী।  একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ইতোমধ্যে দলটির শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। জোট থেকে এই দলটিকে বাদ দিতে এর আগেও কয়েক দফায় বিএনপি নেতাদের পরামর্শ দিয়েছেন মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ।

খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি নেতা-কর্মীদের প্রতিদিন রাস্তায় কর্মসূচি করার পরামর্শ দেন জাফরুল্লাহ।

মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা কাদের গনি চৌধুরী, রফিক শিকদার, ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

 

টাইমস/এসআই

Share this news on: