হুমায়ূন সাধুর অবস্থা সঙ্কটাপন্ন, দোয়া চেয়েছেন ফারুকী

হুমায়ূন সাধু। তিনি একজন নির্মাতা ও অভিনেতা। বর্তমানে এ শিল্পী গুরুতর অসুস্থ অবস্থায় লাইফ সাপোর্টে আছেন।

রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে তিনি ডাক্তার কৃষ্ণা প্রভুর তত্ত্বাবধানে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেন, হুমায়ূন সাধুর আগেও একবার ব্রেন স্ট্রোক হয়েছিল। চিকিৎসকের পরামর্শে তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু রোববার রাতে তার দ্বিতীয় দফায় ব্রেন স্ট্রোক হয়। তাই এখন লাইফ সাপোর্টে রয়েছে সে।

সাধুর বর্তমান অবস্থা জানিয়ে ফারুকী আরও বলেন, তার বর্তমান অবস্থা সঙ্কটাপন্ন, মৃত্যুর সঙ্গে লড়ছে সে। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চাই।

এর আগেও ২৯ সেপ্টেম্বর হুমায়ুন সাধুর ব্রেন স্ট্রোক হয়। ওই সময় তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতে আবারও ব্রেন স্ট্রোক হওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে হুমায়ূন সাধুর পথ চলা শুরু। অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন, নাটক নির্মাণ করেও প্রশংসিত হয়েছেন তিনি।

চলতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম বই ‘ননাই’।

 

টাইমস/জেকে

Share this news on: