মৃত্যু পথযাত্রী নওয়াজ শরিফ

গুরুতর অসুস্থ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক আদনান খান।

মঙ্গলবার একাধিক টুইটে চিকিৎসক আদনান খান জানিয়েছেন, শরিফের মাইনর হার্ট অ্যাটাক হয়। এছাড়া শারীরিক নানা সমস্যা থাকায় স্ক্যান বা বায়োপসিতে অসুবিধা হচ্ছে। রোববার শরিফের মেডিকেল টেস্ট রিপোর্টে দেখা গিয়েছে, তার রক্তে প্লেটলেটের পরিমাণ ৪৫ হাজার থেকে কমে এক দিনেই ২২ হাজার হয়ে গেছে। এমনকি ১০৭ কেজি থেকে তার ওজন কমে হয়েছে ১০০ কেজি।

গত সোমবার রাতে ৬৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে লাহৌরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করানো হয়।

আল আজিজিয়া স্টিল মিলস দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত শরিফের গত বছর সাত বছরের জেল হয়। সেই থেকে তিনি লাহৌরের কোট লাখপত জেলে বন্দি ছিলেন। চলতি মাসের গোড়ায় তাকে চৌধুরী সুগার মিলস মামলায় হেফাজতে নেয় ন্যাশনাল অ্যাকাউন্ডেবিলিটি ব্যুরো (এনএবি)। কিন্তু সোমবার রাত থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শরিফের জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। লাহৌর হাইকোর্ট তা মঞ্জুর করলেও এই মুহূর্তে তার দেশের বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে আদালত।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on: