কাউন্সিলর মঞ্জু গ্রেপ্তার, খুশিতে মিষ্টি বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেপ্তার করেছে র‌্যাব। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে টিকাটুলি এলাকায় অবস্থিত ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অভিযান চালিয়ে ময়নুলকে গ্রেপ্তার করে র‍্যাব।

অভিযানে ময়নুলের কার্যালয় থেকে মদ, গাঁজা, ইয়াবা বড়ি, ফেনসিডিল, যৌন উত্তেজক সামগ্রী ও পিস্তল জব্দ করা হয়।

৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জু ওয়ারি থানা আওয়ামী লীগের একজন সম্মানীয় সদস্য। ঢাকা মহানগর আওয়ামী লীগের গত কমিটিতেও সদস্য হিসেবে ছিলেন তিনি।

টিকাটুলীর রাজধানী সুপার মার্কেট ও নিউ রাজধানী সুপার মার্কেটে চাঁদাবাজি, অবৈধ দখলদারির পাশাপাশি মাদকের কারবারের অভিযোগে বিভিন্ন সময়ে খবরের শিরোনাম হয়েছেন তিনি। অবশ্য তিনি নিজে বরাবরই তা অস্বীকার করেছেন।

বুধবার রাতে ময়নুলের বিরুদ্ধে রাজধানীর ওয়ারী থানায় চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। দুপুরে তার কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব-৩। কার্যালয়ে অভিযান শেষে ময়নুলের বাসায় অভিযান চালায় র‍্যাব।

র‌্যাব তাকে আটকের পর স্থানীয় বাসিন্দারা খুশিতে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

 

টাইমস/এসআই

 

 

 

Share this news on:

সর্বশেষ