ভাবনার বিয়ে কবে?

অভিনেত্রী ভাবনা। বর্তমানে শুটিং ও বই লেখা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। জানা গেছে, এবারও গ্রন্থমেলায় নতুন একটি বই প্রকাশিত হবে তার।

লেখার পাশাপাশি অভিনয়ে ব্যস্ত ভাবনা। বর্তমানে এনটিভিতে প্রচার চলতি ‘ঘুমন্ত শহর’ ধারাবাহিক নাটকে তার অভিনীত রানী চরিত্রটি এরইমধ্যে দর্শকের মনে দারুণ সাড়া ফেলেছে।

ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, রানী এই শহরে ঠিকানা খুঁজতে আসা একটা মেয়ে। যার আশ্রয় হয়েছে পার্লারকর্মী নয়নতারা আর উকিল মিশার সংসারে। এই ত্রিভুজ বলয়ে চলতে থাকে গল্পের ঘোর-প্যাঁচ। এটির নির্মাতা নজরুল ইসলাম রাজু।

এই প্রসঙ্গে ভাবনা বলেন, আমি এতে সংগ্রামী একটা মেয়ের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। এই শহরে রানীর মতো আরও শত শত মেয়ে আছে। যারা প্রতিনিয়ত এমন সংগ্রাম করে বেঁচে আছে। সত্যি বলতে যে নাটক মানুষের কথা বলে তেমন গল্প ও চরিত্রে অভিনয় করতে আমার বেশ ভালো লাগে।

এ ধারাবাহিকটি ছাড়াও ভাবনার হাতে আছে এস এ হক অলিকের ‘জায়গীর মাস্টার’, রোকেয়া প্রাচীর ‘সোনালী দিন’ ও অনিমেষ আইচের ‘জোসনাময়ী’ শিরোনামের ধারাবাহিকগুলো। প্রতিটি নাটকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করছেন এ অভিনেত্রী।

সিনেমা প্রসঙ্গে ভাবনার কাছে জানতে চাওয়া হয়, অনেকেই বড় পর্দায় নিয়মিত হওয়ার জন্য বেশ দৌঁড়ঝাপ করছেন। কিন্তু ভাবনাকে একটি ছবির পর এখনো নতুন চলচ্চিত্রে দেখা না যাওয়ার কারণ কি?

এমন প্রশ্নের জবাবে ভাবনা বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই আমি বড় পর্দার কাজের প্রস্তাব পেয়ে আসছি। কিন্তু অনেক পরে এসে ‘ভয়ংকর সুন্দর’ ছবিতে অভিনয় করেছি। এখনো আমি চলচ্চিত্রের প্রস্তাব পাই। কিন্তু করা হচ্ছে না। আমি আগেও বলেছি এখনো বলছি, সংখ্যা নয় মানানসই কাজ করতে চাই।

ভাবনার কাছে শেষ জানতে চাওয়া হয়, এ বছর সহকর্মীদের অনেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন। অভিনেত্রী ভাবনার বিয়ের সুখবরটি কবে পাওয়া যাবে? উত্তরে নায়িকা-অভিনেত্রী বলেন, এখন বিয়ে নয়, সময় হলেই বিয়ের পিঁড়িতে বসব।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on: