ফোন-অভিনয়-সোশ্যাল মিডিয়া কোথাও নেই বুবলী, কারণ?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শবনম বুবলি। প্রায় দুই মাস ধরে কাজে নেই তিনি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত মুঠোফোনটিও বন্ধ তার। এমনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ কোথাও পাওয়া যাচ্ছে না বুবলীকে।

তবে হুট করে দেখা মিলল বুবলীর। মঙ্গলবার অনলাইনে পাওয়া গেল নায়িকাকে। এই সময় বুবলীর কাছে জানতে চাওয়া হয়, কোথাও কেন নেই বুবলী? আড়ালে থাকার কারণ কী?

বুবলি বলেন, 'আমি আসলে আড়ালে নেই। এই তো কদিন আগে শিল্পী সমিতির নির্বাচনে ভোটও দিয়েছি। তবে কাজ নিয়ে আমি বরাবরই প্রচার বিমুখ। নতুন কোনো ছবিতে হাজির হলেও তেমন প্রচারণায় থাকি না আমি।'

'আসলে বর্তমানে আমার শুটিংয়ের চাপটা কম, তাই পরিবারকে সময় দিচ্ছি। এর মধ্যে আম্মু অসুস্থ ছিলেন। আম্মু স্পাইনাল কর্ডের সমস্যায় ভুগছিলেন। আর যেহেতু এবার সময়ও পেয়েছি, সেহেতু আম্মুর পাশে থেকে সেবা করেছি।'

তিনি আরও বলেন, 'কিছুদিন আগে আম্মুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলাম। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরেছি। এখন আম্মুর অবস্থা কিছুটা ভালো। তাই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছি। আর বাইরে ছিলাম বলে ফোনটা বন্ধ ছিল আমার।'

সর্বশেষ গত ঈদুল আজহায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা গিয়েছিল বুবলিকে। এরপর তার অভিনীত কাজী হায়াতের ‘বীর’-এর কাজ চলতি মাসেই শুরু করার কথা থাকলেও সেটা পিছিয়ে যায়।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on: