নায়ক শাকিব খানকে ভ্রাম্যমাণ আদালতের ১০ লাখ টাকা জরিমানা!

নকশা না মেনে রাজধানীর নিকেতনে বাড়ি করায় ঢাকার শীর্ষ নায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ নভেম্বর) সকালে রাজউকের এ অভিযান পরিচালিত হয়। এতে জরিমানার মুখোমুখি হন নায়ক শাকিব।

তথ্যটি বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে নিশ্চিত করেছেন রাজউকের জোন (৪) অথরাইজ অফিসার মোহাম্মদ হোসেন।

জানা গেছে, সকাল থেকে নিকেতন এলাকায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযানের সময় শাকিব খান ওরফে রানা’র বাড়িটি নকশা না মেনে নির্মিত হওয়ায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন।

এদিকে সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল ‘টি-১০’ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে ভারতীয় একাধিক তারকার ভিড়ে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের শীর্ষ নায়ক শাকিব খান। ওই দিন বাংলাদেশ সময় রাত ১০টায় ‘নাম্বার ওয়ান শাকিব খান’ গান দিয়ে পারফর্ম শুরু করেন শাকিব খান। এরপর একে একে নিজের বেশকিছু জনপ্রিয় গানে মঞ্চ মাতান। এসময় গ্যালারি জুড়ে শাকিবকে নিয়ে উচ্ছ্বাসও দেখা যায় জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

তবে ঝামেলাটা বাধে, পারফর্মেন্স শেষ করে নিজের অনুভূতি জানাতে গিয়ে। এ সময় শাকিব ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে ইংরেজির সঙ্গে ভাঙা ভাঙা হিন্দি ভাষায়ও কথা বলেছেন তিনি।

বিষয়টি নজর কাড়ে নেটিজেনদের। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল সমালোচনা। এক পক্ষ শাকিব খানের সমালোচনা করে বলছেন, শাকিব খান প্রায় নিজেকে ও নিজের সিনেমার মানকে আন্তর্জাতিক মানের বলে দাবি করেন। অথচ দেশের বাইরের এমন আয়োজনে অংশ নিয়ে যেভাবে কথা বলেছেন, তাতে দেশকেই লজ্জায় ফেলে দিয়েছেন তিনি। প্রস্তুতি না থাকলে তিনি ভাঙা ইংরেজি বা হিন্দি না বলে বাংলাতেই মত প্রকাশ করতে পারতেন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ভক্তরা এমন সমালোচনার উত্তর দিচ্ছেন নানা যুক্তিতে।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন : আজ মাঠে নামবে আইনশৃঙ্খলা বাহিনী May 19, 2024
img
বেরিয়ে এলো জুজুৎসুর নিউটনের ‘ভয়ংকর’ যৌন নিপীড়নের তথ্য May 19, 2024
img
চেন্নাইকে বিদায় করে টানা ছয় ম্যাচ জিতে প্লে-অফে বেঙ্গালুরু May 19, 2024
img
রাসায়নিক খাতের উন্নয়নে দেশেই কারখানা তৈরি করতে চান ব্যবসায়ীরা May 19, 2024
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024