‘অপারেশন সুন্দরবন’ নিয়ে আসছেন রিয়াজ

বাংলাদেশের সফল অভিনেতা রিয়াজ। সবশেষ তাকে মেহের আফরোজ শাওনের পরিচালনায় ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করতে দেখা যায়। তাও তিন বছর আগে। ছবিটি ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি মুক্তি পায়।

এবার দীর্ঘ তিন বছর পর আবারো নতুন চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছেন নায়ক রিয়াজ। ছবির নাম ‘অপারেশন সুন্দরবন’। এটি পরিচালনা করবেন দীপংকর দীপন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাবের ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি-হুইলারের অর্থায়নে নির্মাণ হবে ‘অপারেশন সুন্দরবন’। এতে রিয়াজকে দেখা যাবে র‌্যাবের ব্যাটালিয়ান কমান্ডার চরিত্রে। জানা গেছে, আগামী ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।

এদিকে সম্প্রতি ছবির জন্য গাজীপুরে দুইদিনের একটি ট্রেনিংয়ে অংশ নেন রিয়াজসহ ছবির বেশকিছু কলাকুশলী।

বাংলাদেশ টাইমস প্রতিবেদকের কাছে এ প্রসঙ্গে রিয়াজ বলেন, এটি একটি ক্যাম্প ট্রেনিং ছিল। একটা বড় ট্রেনিংকে ছোট করে করানো হয়েছে। কীভাবে পিস্তল ধরতে হয়, কীভাবে স্যালুট দিতে হবে, এমনকি র‌্যাবের কিছু লিগ্যাল বাইন্ডিংয়ের বিষয়ে এতে কোর্স করানো হয়েছে। বাস্তবে র‌্যাব যা করে সেটাই আমাদের ট্রেনিংয়ে দেখানো হয়েছে।

এই ছবিতে রিয়াজ ছাড়াও আরও অভিনয় করবেন এই প্রজন্মের নায়ক সিয়াম, রোশান, নুসরাত ফারিয়া, তাসকিনসহ অনেকে।

রিয়াজ

দীর্ঘদিন সিনেমায় না থাকা নিয়ে রিয়াজ বলেন, ব্যাটে-বলে না মিলায় মূলত এতদিন সিনেমায় কাজ করা হয়নি। সুন্দরবনে র‌্যাব অনেক বড় একটা কাজ করেছে। এ নিয়ে এগুবে ছবির গল্প। খুব ভালো লেগেছে আমার। তাই এ কাজটির সঙ্গে সম্পৃক্ত হওয়া। নিত্য নতুন গল্পের সিনেমা নির্মাণ করার চেষ্টা করছেন অনেক নির্মাতা। ভিন্ন স্বাদের গল্পের মাধ্যমে দর্শকদের সিনেমা হলে ফেরানোর চেষ্টাও করছেন তারা।

‘অপারেশন সুন্দরবন’ ছাড়া হাতে আর কোন কাজ আছে কি? এমন প্রশ্নে রিয়াজের জবাব, আপাতত এ সিনেমার বাইরে আর কোন কাজ হাতে নেই। তবে এটি নিয়েই এখন ভাবছি। শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই আমাকে দর্শকরা নিয়মিত বড় পর্দায় পাবেন।

রিয়াজের ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘বাংলার নায়ক’, ‘অজান্তে’, ‘প্রিয়জন’, ‘দুই দুয়ারী’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘হৃদয়ের কথা’, ‘মনের মাঝে তুমি’, ‘হাজার বছর ধরে’, ‘প্রেমের তাজমহল’, ‘মোল্লাবাড়ীব বউ’সহ অসংখ্য সিনেমা।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী May 18, 2024
img
কেন্দ্র দখলতো দূরের কথা, একটি জাল ভোট পড়লেও কেন্দ্র বন্ধ : ইসি হাবিব May 18, 2024
img
আবারও বাড়লো স্বর্ণের দাম May 18, 2024
img
ইন্টারনেট ব্যবহারে এশিয়ায় বেশি পিছিয়ে বাংলাদেশের নারীরা May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে বাধা নেই : খুরশিদ আলম May 18, 2024
img
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবেন, প্রশ্ন ওবায়দুল কাদেরের May 18, 2024
img
দুই জেলায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু May 18, 2024
img
স্বাধীনতাবিরোধীরা সুযোগ পেলেই ছোবল মারতে চায় : রাষ্ট্রপতি May 18, 2024
img
সরকারের ধারাবাহিকতার কারণে এত উন্নয়ন সম্ভব হয়েছে : কাদের May 18, 2024
img
যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে সাতজনের প্রাণহানি May 18, 2024