অর্থ আত্মসাৎ মামলা: চট্টগ্রামে গ্রেপ্তার বিএনপি নেতা শামসুল

অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় বিএনপি নেতা ও মেসার্স ইলিয়াস ব্রাদার্স (এমইবি) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামসুল আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুর ২টার দিকে চট্টগ্রাম নগরের গোলপাহাড় মোড়ে শামসুল আলমের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) মো. ওসমান গণি।

ওসমান গণি বলেন, প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শামসুল আলমের বিরুদ্ধে ঢাকার আদালতে দুইটি মামলা দায়ের করেছিল একটি শিল্প প্রতিষ্ঠান। সেই মামলায় সাজা হয়েছে শামসুল আলমের।

সাজা পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

শামসুল আলম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। ২০০৮ সালের সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে বিএনপির মনোনয়নে প্রার্থী হয়ে পরাজিত হয়েছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: