বাংলাদেশি আলোকচিত্রীর বাজিমাত

বাংলাদেশি আলোকচিত্রী কে এম আসাদ সিয়েনা ইন্টারন্যাশনাল পুরস্কার (এসআইপিএ) পেয়েছেন। প্রতিযোগিতায় ১৫৬টি দেশ অংশ নিয়েছে।

আলোকচিত্রী আসাদ টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে একটি ছোট্ট মেয়ের ছবি ধারণ করেন। মেয়েটির চোখেমুখে ছিল অসহায়ত্বের ছাপ। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে অনিশ্চয়তার দিকে। সদ্য মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার তীব্র কষ্ট তার চোখে স্পষ্ট হয়েছে।

আলোকচিত্রী আসাদ

এর আগে আসাদ ইউনিসেফ ‘ফটো অব দ্য ইয়ার ২০১৭-১৮’ এবং ‘হামাদ বিন রাশিদ আল মুকদুস (হিপা) ২০১৮’ পুরস্কার অর্জন করেছেন। তিনি জুমা প্রেসের ফটোসাংবাদিক এবং গেটি ইমেজের প্রদায়ক হিসেবে কাজ করছেন।

Share this news on: