বেকার যুবকদের ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক

আত্মকর্মসংস্থানের জন্য সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের সহজ শর্তে ঋণ দেবে কর্মসংস্থান ব্যাংক।

সোমবার কর্মসংস্থান ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে রোববার এসডিএফ’র ঢাকার প্রধান কার্যালয়ে কর্মসংস্থান ব্যাংক ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের মুখ্য উদ্দেশ্য হলো- এসডিএফ’র প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য ঋণ দেয়া।

কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং এসডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় কর্মসংস্থান ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ ফতেমা, এসডিএফ’র চেয়ারম্যান এম আই চৌধুরী, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল মান্নান এবং উপ-মহাব্যবস্থাপক এম এম মাহবুব আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on: