চট্টগ্রাম-৮ আসন: মনোনয়নপত্র জমা দিলেন আ.লীগ ও জাপার দুই প্রার্থী

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনিত দুই প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোছলেম উদ্দিন আহমদ।

অন্যদিকে বিকেল সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির জিয়া উদ্দীন আহমেদ বাবলু।

এর আগে বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান। এছাড়াও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের এস এম আবুল কালাম আজাদ, ন্যাপের বাপন দাশ গুপ্ত , ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরদি উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসন। এ আসনে ১৮৯টি কেন্দ্রে মোট ভোটার চার লাখ ৭৫ হাজার ৯৮৮ জন।

সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া এই আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ জানুয়ারি।

আগামী ১৫ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে ২২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ