বরিশালের ৬ নারী রাজাকারের তালিকায়

একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

প্রকাশিত রাজাকারের তালিকায় বরিশাল বিভাগে ছয়জন নারীর নাম এসেছে। তালিকার অনেক নামের মতো কিছু নাম নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বরিশাল বিভাগের ছয় নারী রাজাকারের নামগুলো হলো- বরিশাল নগরীর ঊষা রানী চক্রবর্তী (সিরিয়াল-৪৫), নগরীর ঝাউতলা এলাকার কনক প্রভা মজুমদার (সিরিয়াল-৩৭), উজিরপুরের বিজয়া বালা দাস (সিরিয়াল-৩৫), আভা রানী দাস (সিরিয়াল-২৭), পারুল বালা কর্মকার (সিরিয়াল-৩৩) ও বাবুগঞ্জের দেহেরগতি এলাকার রাবিয়া বেগম (সিরিয়াল-১৫১)।

এদের মধ্যে ঊষা রানী চক্রবর্তী গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা তপন কুমার চক্রবর্তীর মা। অবশ্য রাজাকারের তালিকায় ৬৩ নম্বরে তপন চক্রবর্তীর নামও এসেছে বলে নিশ্চিত করেছেন তারই মেয়ে বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

প্রথম পর্বে ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ

 

টাইমস/এইচইউ

Share this news on: