ওসমানী বিমানবন্দরে যাত্রীর জুতায় মিলল ২২ স্বর্ণের বার

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর জুতার ভেতর থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে দুবাই থেকে সিলেটে আসা বাংলাদেশ বিমানের বিজি ২৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীকে স্বর্ণসহ আটক করা হয়।

আটক যাত্রীর নাম মমিন উদ্দিন (৩০) তিনি গোয়াইনঘাট উপজেলার সিটিংবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি দুবাইয়ে রংয়ের কারখানায় কাজ করেন।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট সিলেটের যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে দুবাই থেকে বিজি ২৪৮ নম্বর ফ্লাইটে আসা যাত্রীদের দেহ তল্লাশি করা হয়। এসময় মমিন উদ্দিন নামে যাত্রীর দেহ তল্লাশি করে তার পায়ের দুই জুতায় ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন পৌনে তিন কেজি। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা হবে।

আটক বিমানযাত্রী মমিন উদ্দিনের বিরুদ্ধে মামলা করে এয়ারপোর্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on: