বিহারে এনআরসি কার্যকর করা হবে না: মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

ভারতের বিহারে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর না করার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

শুক্রবার ভারতীয় বিভিন্ন সংবাদ সংস্থায় দেয়া সাক্ষাতকারে বিহারের সংযুক্ত জনতা দল (জেডিইউ)- বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেন। ফলে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, দিল্লি ও পাঞ্জাবের পর এবার বিহারও চিন্তার কারণ হয়ে উঠতে চলেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।

বিহার রাজ্যে জোট সরকারের শরিক দল হিসেবে জেডিইউ জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর করার উদ্যোগ নিতে পারে এমনটি আঁচ করে আগে থেকেই এনআরসি’র বিরোধিতা করছিলেন দলটির সভাপতি প্রশান্ত কিশোর। সম্প্রতি তিনি এব্যাপারে ক্ষোভ জানানোর জন্য মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতকালে জেডিইউ দলের সভাপতি প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে জানান, বিহারে এনআরসি কার্যকর হলে তিনি দলের পদ থেকে পদত্যাগ করবেন। ওই সাক্ষাতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান- বিহারে এনআরসি কার্যকর করা হবে না। সূত্র- আনন্দবাজার

 

টাইমস/এসএন/টিএইচ

Share this news on: