জেমকন সাহিত্য পুরস্কার পেলেন তিন লেখক

বাংলাদেশের সাহিত্য অঙ্গনের সবচেয়ে বড় সম্মাননা ‘জেমকন সাহিত্য পুরস্কার-২০১৮’। শুক্রবার বিকেলে এ পুরস্কার ঘোষণা করেন জেমকন গ্রুপের পরিচালক ও সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ।

বাংলা একাডেমিতে ঢাকা লিট ফেস্টের আসরে এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবারে ১৩তম জেমকন পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক প্রশান্ত মৃধা এবং দুই তরুণ লেখক-কবি হামিম কামাল ও হাসান নাঈম।

এ বছর কথাসাহিত্যিক প্রশান্ত মৃধাকে তার ‘ডুগডুগির আসর’ কাব্যগ্রন্থের জন্য পুরস্কৃত করা হয়েছে। ‘তরুণ কথাসাহিত্য পুরস্কার’ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন হামিম কামাল। তার লেখা 'সোনাইলের বনে' নামে ছোটগল্পের জন্য ‍তিনি এ স্বীকৃতি পান। আর ‘তরুণ কবিতা’ ক্যাটাগরিতে 'দিল নিলামের হাট' কাব্যগ্রন্থের জন্য পুরস্কৃত হয়েছেন কবি হাসান নাঈম।

জুরি বোর্ডে ছিলেন কবি আসাদ চৌধুরী, কবি রুবি রহমান, কথাসাহিত্যিক মনজুরুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, কথাসাহিত্যিক মঈনুল আহসান সাবের, কথাসাহিত্যিক সালমা বাণী, কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, অধ্যাপক অনিরুদ্ধ কাহালী, অধ্যাপক কবি সুমন গুণ, কবি হাবিবুল্লাহ সিরাজী, কবি মোহাম্মদ সাদিক, কবি ফরিদ কবির, কবি শাহনাজ মুন্নী ও কবি নিখিলেশ রায়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরস্কার পর্ষদের সদস্য সচিব কবি শামীম রেজা।

Share this news on: