গাজীপুর নগরীর ইমামদের জন্য মাসিক সম্মানীর ঘোষণা মেয়রের

গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রতিটি মসজিদের ইমামকে মাসিক সম্মানী দেয়ার ঘোষণা দিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম।

বুধবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের চত্বরে গাজীপুর সিটি কর্পোরেশনের ইমাম-খতিব ও ওলামা-মাশায়েখ সমাবেশে সভাপতির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তিনি।

মেয়র বলেন, গাজীপুর সিটির প্রতিটি ওয়ার্ডের মসজিদ, খতিব ও ইমামদের তালিকা তৈরি করা হচ্ছে। সিটিতে তাদের জন্য দুই বিঘা জমিতে একটি কমপ্লেক্স ভবন নির্মাণ করে দেয়া হবে। যেখানে তাদের জন্য হাদিস ও কোরআন নিয়ে গবেষণা করার কেন্দ্রও থাকবে।

এছাড়া নগরীর প্রতিটি ওয়ার্ডে একটি করে কবরস্থান এবং মসজিদের পাশে একটি করে মাদরাসা করে দেয়ার প্রতিশ্রুতি দেন মেয়র।

নগরীর বাসিন্দারা যেন যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে সেজন্য মসজিদের খুতবায় এই বিষয়ে আলোচনা করার জন্য ইমামদের কাছে অনুরোধ জানান মেয়র জাহাঙ্গীর আলম।

সমাবেশে আরও বক্তব্য রাখেন মাওলানা আক্তার হোসেন গাজীপুরী, মুনির হোসাইন আব্বাসী, হাফেজ মুজিবুর রহমান মাহমুদী, মাওলানা ফজলুর রহামান, সামসুদ্দিন খন্দকার ও হাবিবুর রহমান মিয়াজী প্রমুখ।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ