বাংলাদেশে অনুপ্রবেশ করলে ফেরত পাঠানো হবে: পররাষ্ট্রমন্ত্রী

ভারতের এনআরসি ইস্যুতে কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করলেও তাকে আইনি প্রক্রিয়া মেনেই ভারতে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার বিকাল সিলেট সিটি করপোরেশনের নগর ভবনে ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিসের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত সরকার আমাদের বার বার বলছে, তারা কাউকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে না। আর আমরা সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকারকে বলেছি, আমাদের যদি অবৈধ কেউ থাকে তাহলে আপনারা আমাদের জানান। আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে ওদের ফেরত নেয়ার। আমরা আমাদের প্রত্যেক নাগরিককে অবশ্যই নিয়ে আসবো।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারত এমন কিছু করবে না যাতে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। এমন প্রতিশ্রুতিই দিয়েছে নয়া দিল্লি।

সিলেটে চালু ‘নগর এক্সপ্রেস’ বাস সার্ভিস

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ