টাইফুনের আঘাতে ফিলিপাইনে ২৮ জনের মৃত্যু : নিখোঁজ ১২

 

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে টাইফুন ‘ফানফোন’ এর আঘাতে শুক্রবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮। এছাড়া আরও অন্তত ১২ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সূত্রে এ খবর জানিয়েছে রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, গত মঙ্গলবার রাতে টাইফুন ‘ফানফোন’ ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানে। এতে ওই দিনই অন্তত ১৩ জনের মৃত্যু ঘটে। পরে বুধবার রাতে টাইফুন শেষ হলে জরুরী উদ্ধার কাজে নামে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

জানা গেছে, এরই মধ্যে টাইফুনে বিধ্বস্ত এলাকার অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ পুন:স্থাপন করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া ক্ষতিগ্রস্থ এলাকার বাসিন্দাদের ভেঙ্গে যাওয়া ঘরবাড়িও মেরামতের কাজ চলছে।

এদিকে ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র মার্ক টিমবাল বলেছেন, এটি (টাইফুন ‘ফানফোন’) যে এত ধ্বংসাত্মক হবে তা মানুষ ভাবেই নি। ফিলিপাইনের তুলনামূলক দরিদ্র ও অনুন্নত এলাকায় টাইফুনটি আঘাত হানায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলেও তিনি জানান।

 

টাইমস/এসএন

Share this news on: