এমপি পদ থেকে তাপসের পদত্যাগ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেছেন শেখ ফজলে নূর তাপস।

রোববার বেলা দেড়টার দিকে ফজলে নূর তাপস জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের মিডিয়া সমন্বয়ক তারেক শিকদার বলেন, কিছুক্ষণ আগে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর দপ্তর থেকে জানানো হয়েছে, বেলা দেড়টার দিকে শেখ ফজলে নূর তাপস স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতোমধ্যে তা গ্রহণ করা হয়েছে। যেকোনো সময় তার আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করা হবে।

সিটি করপোরেশন আইন অনুযায়ী, ফজলে নূর তাপসকে সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে হলে এমপি পদ থেকে পদত্যাগ করতে হবে।

এর আগে রোববার সকালে ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থীর হিসাবে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস যুবলীগের প্রতিষ্ঠাতা ফজলুল হক মনির ছেলে ও বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের ছোট ভাই।

ঢাকা উত্তরে আ. লীগের প্রার্থী আতিকুল, দক্ষিণে তাপস

 

টাইমস/এইচইউ

Share this news on: