প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হলেন আহমদ কায়কাউস

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেয়েছেন বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ সচিব আহমদ কায়কাউস। তিনি বর্তমান মুখ্য সচিব মো. নজিবুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কায়কাউসের মুখ্য সচিব পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

অপর আদেশে চাকরির বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমানকে ৩০ ডিসেম্বর থেকে অবসর দেওয়া হয়েছে।

আহমদ কায়কাউস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব থাকার সময় তাকে ভারপ্রাপ্ত সচিবের পদমর্যাদায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কাউন্সিলের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়। পরে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন তিনি। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি সিনিয়র সচিব হন তিনি।

কায়কাউস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। এরপর যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে এমএ ডিগ্রি নেওয়ার পর ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে পিএইচডি ডিগ্রি নেন তিনি।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ