রাজশাহীর পাটকল শ্রমিকরা ফের অনশনে

বকেয়া বেতন-ভাতা ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আবারও আমরণ অনশনে নেমেছে রাজশাহীর পাটকল শ্রমিকরা।

রোববার দুপুর দুইটার দিকে বিক্ষোভ মিছিল বের করে শ্রমিকরা। এরপর তারা রাজশাহী জুটমিলের প্রধান ফটকে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করেন।

রাজশাহী জুট মিলের সিবিএ সংগ্রাম পরিষদের সভাপতি জিল্লুর রহমান জানান, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, কাঁচা পাট কিনতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া পরিশোধসহ ১১ দফা দাবি না মানা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে।

তিনি বলেন, ১১ ডিসেম্বর থেকে আমরণ অনশন শুরু করা হয়েছিল। পরে দাবি মানার আশ্বাসে তা স্থগিত করা হয়। কিন্তু এখনও দাবিগুলো মানার কোন প্রক্রিয়া শুরু হয়নি। ফলে বাধ্য হয়ে তারা ফের আমরণ অনশন করছেন।

প্রসঙ্গত, ১১ দফা দাবিতে গত ২৩ নভেম্বর থেকে সভা, বিক্ষোভ মিছিল, ধর্মঘট ও আমরণ অনশনের মতো নানা কর্মসূচি পালন করে আসছে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ