ত্রিশালে ডাকাতি করতে এসে নৈশপ্রহরীকে হত্যা, গ্রেপ্তার ২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলর বাজারে ডাকাতি করতে এসে লাল মিয়া (৫৫) নামে এক নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ আবিদ হোসেন।

গ্রেপ্তাররা হলেন- শরীয়তপুর জেলার পালং থানার বাসিন্দা রাজু মাতাব্বর (২১) ও বরগুনার রিপন খান জাফর (২৩)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ১৪ আগস্ট রাতে ত্রিশালের বৈলর বাজারে একদল ডাকাত পিকআপে করে একটি ব্যাটারির দোকানে ডাকাতি করতে আসে। এসময় তারা প্রথমে একজন প্রহরীকে গাড়িতে উঠিয়ে হাত-পা বেঁধে কিছু দূরে ফেলে আসে। কিছুক্ষণ পর ডাকাত দলটি ফের ওই বাজারে এসে দোকানের দিকে গেলে বাজারের অন্য প্রহরীরা তাদের বাধা দেয়। এসময় ডাকাতরা লাঠি দিয়ে আঘাত করে প্রহরী লাল মিয়াকে হত্যা করে চলে যায়। এ ঘটনায় ত্রিশাল থানায় খুনসহ ডাকাতির মামলা দায়ের করা হয়। পরে জেলা গোয়েন্দা শাখার ওপর মামলাটির তদন্তভার দেওয়া হয়।

তিনি জানান, গত ২৭ ডিসেম্বর রাজধানীর বাড্ডা থেকে নিহত প্রহরী লাল মিয়ার মোবাইল ফোন উদ্ধার হয়। মোবাইল ফোনের সূত্র ধরে হত্যায় জড়িত দুই ডাকাতকে শরীয়তপুর জেলার গুসাইরহাট থানা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় ডাকাতির ঘটনায় ব্যবহৃত পিকআপ ভ্যানসহ হত্যাকান্ডে ব্যবহৃত কাঠের লাঠি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান শাহ আবিদ হোসেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ