ছাত্রদলের চার নেতা বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটির সাবেক এক সহ-সাংগঠনিক সম্পাদকসহ চারজনকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের।

রোববার রাতে ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- কেন্দীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের সভাপতি সোহেল রানা, ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এইচ এম রাশেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম জিসান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চারজনকে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া ও ছাত্রদলের প্রাথমিক সদস্যপদ বাতিলসহ বহিষ্কার করা হলো। জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো প্রকার সংশ্লিষ্টতা না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। তাদের সঙ্গে কারো কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

টাইমস/এইচইউ

Share this news on: