বিনা খরচে বাংলাদেশী শ্রমিক নেবে মালয়েশিয়া!

বিনা খরচে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার কথা জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী এম কুলা সেগারান। সম্প্রতি তিনি বলেছেন, নেপালের কর্মী যেভাবে নিয়োগ দেয়া হয়, ঠিক সেভাবেই মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিক নিয়োগ দেয়া হবে।

ব্যয় ও স্বচ্ছতা ব্যবস্থার সমাধান না হওয়া পর্যন্ত মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো হবে না বলে গত রোববার (৫ জানুয়ারি) জানিয়েছিলেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান হোসেন। বাংলাদেশী মন্ত্রীর এই বক্তব্যের পর মালয়েশিয়ান মানবসম্পদ মন্ত্রী এ কথা বলেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) মালয়েশিয়াকিনি নামক দৈনিক পত্রিকায় এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ঝুঁকি এড়ানোর অংশ হিসেবে বাংলাদেশ থেকে ‘শূন্য-ব্যয়ে’ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, ২০১৭ সালে অবৈধ অভিবাসীদের বৈধ হতে সুযোগ সৃষ্টি করে মালয়শিয়া সরকার। ২০১৮ সালের ৩০ আগস্ট সেই সুযোগের মেয়াদ শেষ হয়। এ সময়ের মধ্যে বহু বাংলাদেশী বৈধ হন। তবে বৈধ হওয়ার সুযোগ পেয়ে বহু বাংলাদেশী নিবন্ধিত হয়েও প্রতারণার শিকার হয়েছেন বলেও জানা গেছে।

 

টাইমস/এসএন/আরএ

Share this news on: